বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে ট্রাম্পের মাথা ঘামানোর কিছু নেই: করবিন

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে ট্রাম্পের মাথা ঘামানোর কিছু নেই। সম্প্রতি ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছিলেন, করবিন ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হলে যুক্তরাজ্য অবনতির দিকে যাবে। ট্রাম্পের মন্তব্যে প্রতিক্রিয়া জানতে চাইলে করবিন বলেন, আমি এটিকে অস্বাভাবিক বলে মনেকরি। এই দেশের প্রধানমন্ত্রী কে নির্বাচিত হবেন তা নিয়ে তার মাথা ঘামানোর দরকার নেই। আমরা সংসদীয় গণতান্ত্রিক দেশে বাস করি। এই মুহূর্তে আমরা নির্বাচনি প্রচারণা চালাচ্ছি। করবিন আরও বলেন, নিজ দেশের রাজনৈতিক গতি-প্রকৃতি নিয়ে কথা বলার অধিকার তার রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া নিয়ে ট্রাম্পের সমালোচনা করেন লেবার নেতা। করবিন আরও বলেন, যুক্তরাষ্ট্র স্বাস্থ্য খাতে অনেক ব্যয় করলেও অধিকাংশ মানুষ এই সেবার আওতার বাইরে। ব্রেক্সিট পার্টির নেতা নাইজেল ফারাজের সঙ্গে এক রেডিও আলাপচারিতায় ট্রাম্প আরও বলেছিলেন, বরিস জনসন এই সময় যুক্তরাজ্যের জন্য উপযুক্ত প্রধানমন্ত্রী এবং যদি ব্রেক্সিট পার্টি জনসনের সঙ্গে জোট বাঁধে তাহলে তারা হবে অপ্রতিরোধ্য।

Share.