যুক্তরাষ্ট্রের সাথে সংলাপ প্রক্রিয়া বন্ধ করতে পারে উত্তর কোরিয়া

0

ডেস্ক রিপোর্ট: এ বছরের বাকি কিছুদিনের মধ্যে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যকার আলোচনা প্রক্রিয়ায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হলে উত্তর কোরিয়া সংলাপ প্রক্রিয়া বন্ধ করে দিতে পারে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ঐক্য বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়। বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন নতুন ইংরেজি বছরের ভাষণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ প্রক্রিয়া যে বাতিল করে দেবেন না তার কোনো নিশ্চয়তা নেই নেই। ২০১৯ সালে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের যে উত্তেজনা রয়েছে তাতে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রচেষ্টার ভবিষ্যৎ অনেকটা অস্পষ্ট ও অনিশ্চিত হয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়া জানায়, আলোচনার ক্ষেত্রে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নমনীয় নীতি আশা করে এবং চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন কোনো প্রস্তাব চাচ্ছে দেশটি। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র যেসব প্রস্তাব দিয়েছে তা পিয়ংইয়ংয়ের মনোপুত হয়নি বলে দক্ষিণ কোরিয়ার ঐক্য বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২০ মাস ৩ বার বৈঠক করলেও এসব বৈঠক থেকে শুধুই ফটোসেশন ছাড়া আর কোনো ফলাফল আসেনি। যুক্তরাষ্ট্র আগে উত্তর কোরিয়ার সব পরমাণু অস্ত্রের ধ্বংস করতে বলায় পিয়ংইয়ং বলেছে, তার আগে উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করতে হবে।

Share.