রাশিয়ার গোয়েন্দা সদর দপ্তরে বন্দুকধারীদের হামলায় নিহত- ৪

0

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে বন্দুক হামলায় ৪জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজনই হামলাকারী ও অন্যজন গোয়েন্দা কর্মকর্তা বলে জানা যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ জন। রাশিয়ার রাজধানী মস্কোতে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সদর দপ্তরে এই হামলা চালায় কয়েকজন বন্দুকধারীরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক রাষ্ট্রীয় ভাষণের কয়েক ঘণ্টার মধ্যে এই হামলার ঘটনাটি ঘটানো হয়েছে। হামলায় একজন গোয়েন্দা কর্মকর্তাও নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৫ জন। সূত্র থেকে জানা যায়, তিনজন বন্দুকধারী এই হামলা করে। তাদের মধ্যে দুজনকে প্রবেশদ্বারের লবিতেই গুলি করে হত্যা করা হয়। অপর হামলাকারী পার্শ্ববর্তী ভবনে দৌঁড়ে পালাতে গেলে পুলিশের গুলিতে নিহত হয়। তবে তিন হামলাকারী নিহতের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। তারা বলছেন, বন্দুকধারীদের একজন পুলিশের গুলিতে নিহত হয়।

Share.