বৃহস্পতিবার, নভেম্বর ১৪

রোববার থেকে থাইল্যান্ডে এলকোহল বিক্রিতে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে

0

ডেস্ক রিপোর্ট: তিন সপ্তাহের নিষেধাজ্ঞার পর এলকোহল বিক্রি নতুন করে শুরু হচ্ছে থাইল্যান্ডে। আগামীকাল রোববার থেকে এই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। শুক্রবার দিন শেষে দু’জন কর্মকর্তা এ কথা জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে। অবকাশ যাপন, পর্যটন আর পার্টির জন্য বিশ্ব বিখ্যাত থাইল্যান্ড। সেখানে রাত মানে পার্টি। পার্টি মানেই এলকোহলের ছড়াছড়ি। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ১০ই এপ্রিল থেকে এলকোহল বিক্রি নিষিদ্ধ করা হয়। উদ্দেশ্য, সামাজিক সমাবেশকে নিরুৎসাহিত করা।এ বিষয়ে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী উইসানু ক্রেয়া-নগাম রয়টার্সকে বলেছেন, নতুন নির্দেশ কার্যকর হচ্ছে রোববার থেকে। এর অধীনে মদ, বিয়ার ও ওয়াইন কেনা ও বিক্রি করা যাবে। দেশে সুবিধাজনক দোকান, সুপারমার্কেট, দেশের যেকোন স্থান থেকে এসব কেনা যাবে।ব্যাংকক মেট্রোপলিটন অথরিটির মুখপাত্র পংসাকর্ন কাংমুয়ায় বলেছেন, এই নিষেধাজ্ঞা ব্যাংকক থেকে তুলে নেয়া হবে রোববার। এ বিষয়ে তার আজ আনুষ্ঠানিক একটি ঘোষণা দেয়ার কথা রয়েছে। এর মাত্র একদিন আগে সরকারের করোনা বিষয়ক সেন্টার ফর কোভিড-১ সিচুয়েশন এডমিনিস্ট্রেশন বলেছে, এলকোহল বিক্রিতে নিষেধাজ্ঞা আরো বাড়ানো হতে পারে। এই নিষেধাজ্ঞা আগামী ৩১ শে মে পর্যন্ত বাড়ানো হতে পারে। দেশে জরুরি অবস্থার ডিক্রি ওই পর্যন্ত বহাল থাকবে। তাদের রিপোর্টের ঠিক একদিন পরই সরকারের ওই দুই কর্মকর্তা এই কথা বলেছেন মিডিয়ার কাছে।
উল্লেখ্য, শুক্রবার নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন থাইল্যান্ডে। এদিন সেখানে কেউ মারা যান নি। সব মিলিয়ে সেখানে আক্রান্ত হয়েছেন ২৯৬০ জন। মারা গেছেন ৫৪ জন। টানা ৫ দিন ধরে প্রতিদিন নতুন করে সংক্রমিতের সংখ্যা এক অংকে নেমে এসেছে। মার্চের শুরুর পর এক দিনে সর্বনিম্ন সংক্রমিতের সংখ্যা ছিল শুক্রবার ওই ৬ জন।

Share.