শনিবার, ডিসেম্বর ৭

শনিবার বিক্ষুব্ধ বাংলাদেশিরা মিশিগানে আবারও সমাবেশ ডেকেছে

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মিশিগানের ওয়ারেন সিটি কাউন্সিল সভা চলাকালে সংশ্লিষ্ট দেশের এক উত্তেজিত সাদা নাগরিক কতৃক বাংলাদেশি কমিউনিটিকে গালমন্দ ও তিরস্কার করার প্রতিবাদ, রেসিজমের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ক্রিকেট ফিল্ড সংক্রান্ত বিষয়াদি ও বাংলাদেশিদের জন্য স্কুলে হালাল খাবার পরিবেশনের দাবিতে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক বিশাল সমাবেশের ডাক দিয়েছে মিশিগান বাংলাদেশি কমিউনিটি | সংশ্লিষ্ট রাজ্যের ওয়ারেন সিটিস্থ ৪২৩৫, ১২ মাইল সড়কের আল শাহী প্যালেস রেস্টুরেন্ট হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হবে | এতে বাংলাদেশি কমিউনিটির লিডারগণ, প্রবাসী বাংলাদেশী ও আমেরিকান জনপ্রতিনিধিগণ উপস্থিত থাকবেন | গত ২৫ অক্টোবর ওয়ারেন সিটি কাউন্সিলের সভা চলাকালে ক্রিকেট ফিল্ড সংক্রান্ত বিষয়াদি নিয়ে এক বাংলাদেশির বক্তব্যের জের ধরে সংশ্লিষ্ট দেশের উপস্থিত এক সাদা নাগরিক কতৃক প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নিয়ে কটক্তি করাকে কেন্দ্র করে মিশিগান জুড়ে বাঙালিদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয় | ফলে এ নিয়ে একটি পক্ষ এক ব্যানারে স্থানীয় একটি রেস্টুরেন্টে সভার আযোজন করে | কিন্তু সভা চলাকালে বক্তব্য দেয়া না দেয়াকে কেন্দ্র করে তুমুল হট্টগোল সৃষ্টি হলে তা পণ্ড হয়ে যায় |

Share.