বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

সকল বিদেশি শক্তিকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুমকি রুহানির

0

ডেস্ক রিপোর্ট: শুধু আমেরিকা নয়, সকল বিদেশি শক্তিকে মধ্যপ্রাচ্য থেকে দ্রুত তাদের সেনা প্রত্যাহার করতে বলেছেন ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানি । বিদেশি সৈন্য মধ্যপ্রাচ্যে থেকে গেলে তারা “বিপদে পড়তে পারে” বলেও হুশিয়ারি উচ্চারণ করেছেন রুহানি। বুধবার টেলিভিশনে দেওয়া মন্তব্যে তিনি বলেন, ‘আজ আমেরিকান সৈনিক বিপদে পড়েছে, কাল ইউরোপীয় সৈনিক বিপদে পড়তে পারে। তাই দ্রুত তাদের মধ্যপ্রাচ্য ত্যাগ করা উচিত।’ তবে কী কেন এবং কী ধরণের বিপদে পড়বে সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি তিনি। ছয়টি বিশ্ব শক্তির সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির সীমাবদ্ধতা ভঙ্গ করার বিষয়ে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি তেহরানকে চ্যালেঞ্জ জানানোর একদিন পরেই এই মন্তব্য করলেন রুহানি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যে এটি প্রথমবারের মতো ইউরোপীয় দেশগুলিকে ইরানের হুমকি।

Share.