বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

সাধারণ মানুষের গায়ে হাত দিলে তাদের রক্ষা নেই, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার

0

ঢাকা অফিস: সাধারণ মানুষের গায়ে হাত দিলে তাদের রক্ষা নেই বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় যাদুঘর মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৩-১৪ সালে দেশের ৩ হাজার ৬০০ মানুষ বিএনপি-জামায়াতের হামলার শিকার হয়েছে।’ বঙ্গবন্ধুকন্যা আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষের শান্তি, কল্যান ও উন্নয়ন চায়।’ অনুষ্ঠানে ২০১৩-২০১৫ সালে আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সহিংসতার ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়।

Share.