বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

সান্ধ্যকালীন কোর্স বন্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ইউজিসির চিঠি

0

ঢাকা অফিস: সান্ধ্যকালীন কোর্স বন্ধে উদ্যোগ নিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার (১১ ডিসেম্বর) ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগমের সই করা এই চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, সান্ধ্যকালীন কোর্স পরিচালনা করা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে বিধায় এই কোর্স বন্ধ হওয়া বাঞ্ছনীয়।
প্রসঙ্গত, গত সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদ সভাপতির বক্তব্যে সান্ধ্যকালীন কোর্স পরিচালনার সমালোচনা করে বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় সকালে সরকারি এবং বিকালে বেসরকারি।’
এরপরই এই চিঠি পাঠালো ইউজিসি।

Share.