সারা বাংলাদেশে কত করোনা রোগী আছে এর সঠিক তথ্য সরকার তুলে ধরছে না: রিজভী

0

ঢাকা অফিস: সারা বাংলাদেশে কত করোনা রোগী আছে এর সঠিক তথ্য সরকার তুলে ধরছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর বেইলি রোডে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিএনপির অঙ্গ সংগঠন জাসাস আয়োজিত লিফলেট বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন. সারা বাংলাদেশে কত করোনা রোগী আছে এর সঠিক তথ্য সরকার তুলে ধরছে না। এ ছাড়া সারা বিশ্বব্যাপী করোনা মোকাবেলার জন্য বিভিন্ন দেশ যেভাবে আইসোলেশন ব্যবস্থা রেখেছে, সীমান্তগুলো বন্ধ করে দিয়েছে, সেই জায়গায় বাংলাদেশ কিছুই করতে পারেনি। তাই পরিস্থিতি ভেতরে ভেতরে কত জটিল রূপ ধারণ করেছে সেটা আমরা কেউ বুঝতে পারছি না। সরকার সরকার প্রকৃত পরিস্থিতি জানাচ্ছে না। রিজভী বলেন, আমরা বারবার বলে আসছি কারোনা পরিস্থিতি প্রকৃত তথ্য জানানোর জন্য কিন্তু সরকার তা না জানানোর কারণে পরিস্থিতি জটিল থেকে আরও জটিলতম বলে আমাদের কাছে মনে হচ্ছে। করোনা রোগী শনাক্ত করার জন্য যে পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন সে ব্যবস্থা নেই। হাসপাতালগুলোতে আইসোলেশনেরও তেমন কোন ব্যবস্থা নেই। করোনা রোগী শনাক্ত করে তার চিকিৎসার জন্য ও নার্স যারা আছে তাদেরও কোন প্রস্তুতি নেই। উন্নতত দেশগুলোর মতো আমাদের দেশের গবেষণা ও এ ধরণের রোগ মোকাবেলার জন্য যে স্তর তাও নেই। রুহুল কবির রিজভী বলেন, করোনা মোকাবেলায় সরকার আগে থেকে যথাযথ পদক্ষেপ নিলে বিপর্যয় কম হতো। তাই এখন ভেতরে ভেতরে যেটা হচ্ছে আমার মনে হচ্ছে এ পরিস্থিতি আগামীতে আরও জটিলতর হবে। কারণ করোনা মোকাবেলায় সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি বলেন, আমরা জীবনের ঝুকি নিয়ে ১০ থেকে ১২ দিন ধরে মানুষকে সচেতন করার লক্ষ্যে তাদের কাছে যাচ্ছি। আমরা করোনা পরিস্থিতি মোকাবেলার স্বার্থে আমাদের যে সকল রাজনৈতিক কর্মসূচিতে মানুষের গেদারিং হয় সেগুলো বন্ধ করে দিয়েছি। আমরা আমাদের অনেক বড় বড় কর্মসূচি স্থগিত করেছি। আওয়ামী লীগকে উদ্দেশ করে রিজভী বলেন, আপনারা তো সরকার আছেন, করোনা মোকাবেলায় আপনাদের তো কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখছি না। আমরা (বিএনপি) জনগণের কাছে যাচ্ছি, আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি। অন্যান্য দেশে সরকার যা করছে তা এক্সিকিউটিভ আইনের মাধ্যমে করছে কিন্তু আমাদের দেশে সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই তাই তারা এ বিষয়ে উদাসীন। রিজভী বলেন, বিএনপি জনগণের পক্ষে বাংলাদেশের মানুষের পক্ষে। তাই জনগণের যাতে উপকার হয় আমরা সেই কাজ করছি। আমাদের হাতে সরকারের আর্থিক ফান্ড ফান্ড নেই, যেটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। তাই আমরা মানুষকে এ বিষয়ে সচেতন করছি। করোনা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে সরকারের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, সরকার করোনা মোকাবেলায় ব্যর্থতাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাসাসের সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ।

Share.