শনিবার, ডিসেম্বর ৭

সিরাজগঞ্জে ১০টি দোকানের অর্ধকোটি টাকার মালামাল আগুনে পুড়ে ছাই

0

বাংলাদেশ থেকে সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়ায় অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধকোটি টাকার মালামাল। রবিবার দিবাগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান রাত তিনটার দিকে হঠাৎ একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে যায় আশেপাশের দোকানগুলোতে। পরে রায়গঞ্জ ফায়ার সার্ভিস এর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

Share.