বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

সিরিয়া পরিস্থিতি নিয়ে এরদোয়ান-পুতিন ফোনালাপ

0

ডেস্ক রিপোর্ট: সিরিয়া পরিস্থিতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এক ফোনালাপে এ ইস্যুতে কথা বলেন দুই নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ফোনালাপে দুই নেতা সিরিয়া ইস্যু ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নানা বিষয় নিয়ে কথা বলেন। বিশেষ করে সিরিয়ার তুর্কি সীমান্ত এলাকায় তুরস্কের সামরিক অভিযান এবং অঞ্চলটি থেকে কুর্দি বিদ্রোহীদের সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন এরদোয়ান-পুতিন। গত ২২ অক্টোবর রাশিয়ার সোচি শহরে দুই নেতার উপস্থিতিতে স্বাক্ষরিত চুক্তির প্রতিও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় দেশের প্রেসিডেন্ট। আলোচনা করে দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার বাড়ানোর উপায় নিয়ে। সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী এলাকায় আকাশ ও স্থলপথে যৌথ টহল দিচ্ছে তুরস্ক ও রাশিয়া। ওই অঞ্চল থেকে কুর্দিদের সরিয়ে সেখানে ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠায় দুই দেশের চুক্তির পর গত ১ নভেম্বর সেখানে প্রায় ৩০০ সেনা ও ২০টি সাঁজোয়া যান নিয়ে তুর্কি বাহিনীর সঙ্গে স্থল টহল শুরু করে রাশিয়া। গত ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। পরে ২০১৭ সালের এক চুক্তির আওতায় তুরস্কপন্থী বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলটিতে তুর্কি সামরিক উপস্থিতি বজায় রাখার ব্যাপারে রাশিয়া ও ইরানের সঙ্গে সমঝোতা হয় আঙ্কারার। চুক্তি অনুযায়ী সেখান থেকে সিরীয় কুর্দিদের সরিয়ে একটি ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠা করা হয়। এর ফলে ইদলিবের ভেতরে ও উপকণ্ঠে ১২টি পর্যবেক্ষণ-ফাঁড়ি স্থাপন করে আঙ্কারা।

Share.