সীতাকুণ্ডে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত- ২

0

ঢাকা অফিস: চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই প্রাইভেটকারের সংঘর্ষে দুজন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। উপজেলার ফৌজদার হাট বাইপাস এলাকায় আজ শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই কাউসার গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। এই দুর্ঘটনার ফলে দুটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন বলে জানান তিনি। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় আহত তিনজনের চমেক হাসপাতালে চিকিৎসা চলছে।

Share.