শনিবার, ডিসেম্বর ৭

সুস্বাস্থ্যের জন্য শরীরচর্চা শীর্ষক ম্যারাথনের মতবিনিময়

0
ঢাকা অফিস: আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে ‘সুস্বাস্থের জন্য শরীরচর্চা’ শীর্ষক নওগাঁ ম্যারাথনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সবা অনুষ্ঠিত হয়। নওগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ফোরাম উম্মে কুলসুম মেমোরিয়াল ও ইথেন এন্টারপ্রাইজ প্রাঃলিঃ সভার আয়োজন করে। আগামী ২৭ ডিসেম্বর ১৮ থেকে ৬০ বছর বয়সীরা এই ম্যারাথনে অংশ নিতে পারবে। ২৭ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টয় শহরের মুক্তির মোড় থেকে শুরু হয়ে পুরনো বাস ষ্ট্যান্ড , তাজের মোড়, সান্তাহার ঢাকা মোড় হয়ে বশিপুর মোড় হয়ে নওগাঁ বাইপাস সড়ক দিয়ে জেলখানার সামনে হয়ে বালুডাঙ্গা বাস ষ্ট্যান্ড হয়ে শহরের এটিম মাঠ পর্যন্ত দীর্ঘ ১৩ মাইল ম্যারাথন শেষ হবে। প্রাক্তন ছাত্রী ফোরামে সাধারন সম্পাদক নাফিসা নূর সাথীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ চেম্বার অব কমার্সের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, ফোরামের সহ-সভাপতি নাহিদ নিগার তিন্নি, ইফেত বানু হাসি, যুগ্ম সম্পাদক হুমায়রা ঝিনুক, সাবিনা ফেরদৌস প্রমুখ।
Share.