বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

‘সৌদি এপর্যন্ত হুতিদের ৫২৬টি ড্রোন এবং ৩৪৬টি ব্যালিস্টিক মিসাইলকে ভূপাতিত করেছে’

0

ডেস্ক রিপোর্ট: সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, বিশ্বের মধ্যে হুথি মিলিশিয়ারা একমাত্র সন্ত্রাসী গ্রুপ যাদের সামরিক সক্ষমতা রয়েছে। কারণ তারা ইরানের বিপ্লবী গার্ডের সহায়তা পাচ্ছে।তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এ পর্যন্ত ৫২৬টি ড্রোন এবং ৩৪৬টি ব্যালিস্টিক মিসাইলকে ভূপাতিত করেছে। বিশ্বের আর কোনও দেশ এত বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ভূপাতিত করেনি।জেনারেল আল-মালিকির বরাত দিয়ে আল আরাবিয়া জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানার দখলে থাকা হুথি বিদ্রোহীরা ইরানি জেনারেলদের নির্দেশনায় হামলা চালায়। হুথিদের হামলা মোকাবিলায় জোটের সক্ষমতা রয়েছে বলেও জোরারোপ করেন জেনারেল আল-মালিকি।তিনি বলেন, এই গ্রুপটি বেসামরিক ব্যক্তিদের টার্গেট করে থাকে। আমরা বেসামরিক ব্যক্তিদের ওপর হামলাকে সীমা লঙ্ঘন বলে মনে করি। মারিবে তাদের হামলায় ৩ হাজার হুথি বিদ্রোহী নিহত হয়েছে উল্লেখ করে এই সামরিক কর্মকর্তা বলেন, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা মনিটর করার সক্ষমতা আছে আমাদের।শনিবারও সৌদি আরবের আকাশসীমা হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। ওইদিন দুই ঘণ্টার মধ্যে ছয়টি হুমকি ব্যর্থ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব।

Share.