স্পিডবোটযাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

0

ঢাকা অফিস: ভোলার মনপুরায় এক স্পিডবোটযাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় স্পিডবোটের মালিক ও সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাতে উপজেলার সাকুচিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, চরফ্যাশনের দক্ষিণ আইচায় বাবার বাড়ি থেকে বেতুয়া লঞ্চঘাট হয়ে শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় স্পিডবোটে ওই গৃহবধূ মনপুরায় শ্বশুরবাড়ি ফিরছিলেন। পথে বোটে থাকা যাত্রী দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বেলাল, রাসেদ পালোয়ান, শাহীন খান ও কিরণ জোর করে বোটটি পাশের নির্জন চর পিয়াল এলাকায় নিয়ে যায়। পরে সেখানে ওই গৃহবধূকে ধর্ষণ করে তারা। ওসি আরও জানান, পরে বোটের মালিক ও ছাত্রলীগের সাবেক নেতা নজরুল আরেকটি স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যায়। ওই সময় তিনি ধর্ষণের অভিযোগ ওঠা চার যাত্রীকে মারধর করে তাদের কাছে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর নজরুল নিজে ওই গৃহবধূকে আবার চরের ভেতরে নিয়ে ধর্ষণ করে। নজরুল ধর্ষণের ভিডিও ধারণ করে এবং বিষয়টি নিয়ে কথা বললে সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। ওসি সাখাওয়াত হোসেন জানান, অভিযুক্ত অন্যদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। ভোলার সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ রায় জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা রবিবার রাতেই সমপন্ন হয়েছে। ভোলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ফারজানা বেগম ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করেন। আজ সোমবার এই রিপোর্ট ভোলার পুলিশ সুপারের কাছে অফিসিয়ালি পাঠানো হবে।

Share.