বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

হাজী সেলিমকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানো হলো

0

ঢাকা অফিস: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর আলিয়া মাদ্রাসার সামনে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফজলুর করিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুর রহমান হাজী মোহাম্মদ সেলিমকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা এ আদেশ দেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে যোগ দিয়েছিলেন। তাদের র‌্যালিটি আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে হামলা চালায়। এসময় মামলা বাদীসহ অনেকে আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উল্লেখ্য, গত ২৬ অক্টোবর ফজলুর করিম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের বিরুদ্ধে চকবাজার থানায় মামলাটি করেন।

Share.