শনিবার, ডিসেম্বর ৭

৫ বছর বয়স থেকেই বলিউডের স্বপ্ন দেখতেন সারা

0

বিনোদন ডেস্ক: ২০১৮ সালে ‘কেদারনাথ’র মধ্যে হিন্দি সিনেমায় অভিষেক ঘটে সারা আলী খানের। এতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। এরপর রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে ‘সিম্বা’ নিয়ে বড় পর্দায় হাজির হন সাইফকন্যা। গত বছর অভিষেক ঘটলেও সারা আলী খান বলিউডে আসার জন্য প্রস্তুত ছিলেন ২০০০ সাল থেকে, যখন তার বয়স ছিল মাত্র ৫ বছর! শৈশবের বেশকিছু ছবি ইন্সটাগ্রামে প্রকাশ করে এমনটিই জানিয়েছেন সারা। ছবিতে দেখা যাচ্ছেন পৌত্তলিক পোশাক ও গহনা দিয়ে সেজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নান ঢংয়ে ছোট্ট সারা। ক্যাপশনে তিনি লেখেন, ‘২০০০ সাল থেকে আমার শুটিংর জন্য অপেক্ষা করছি’। এছাড়াও হ্যাশট্যাগ দিয়ে আরও লেখেন, ‘সারার স্বপ্ন’। শৈশবের স্বপ্ন সারা ১৮ বছর পর পূরণ করেছেন। শুধু তাই নয় তিনি অভিনয় দিয়ে অনেকদূর যেতে চান সেটাও বুঝিয়ে দিয়েছেন। সারার পরবর্তী সিনেমা ‘লাভ আজকাল’। এতে তিনি অভিনয় করেছেন কার্তিক আরিয়ানের সঙ্গে। এছাড়া বরুণ ধাওয়ানের বিপরীতে ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমার রিমেক নিয়েও শিগগির হাজির হতে যাচ্ছেন এ তারকা।

Share.