শুক্রবার, ডিসেম্বর ২৭

অক্ষয় ও তার মেয়ে বৃদ্ধ দম্পতির কুঁড়েঘরে গুড় রুটি খেলেন

0

বিনোদন ডেস্ক: মেয়েকে নিয়ে সকালবেলায় হাঁটতে বেরিয়েছিলেন অক্ষয়। পেয়েছিল প্রবল জল তেষ্টা। আশেপাশে দোকান পাট নেই কাজেই রাস্তার পাশেই এক বৃদ্ধ দম্পতির একচালা কুঁড়ে ঘরেই কড়া নাড়েন তাঁরা। জল চেয়ে খান। কিন্তু জলের পাশাপাশি অক্ষয় এবং তাঁর ছোট্ট মেয়েকে গুড় রুটি এগিয়ে দেন ওই দম্পতি। তাঁদের এই ব্যবহারে আপ্লুত অক্ষয়। পুরো ঘটনার বিবরণ ছবি-সহ শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তিনি লিখেছেন, ‘জলের সঙ্গে সঙ্গে তাঁরা যে ভাবে আমাদের অত্যন্ত সুস্বাদু গুড় রুটি খাইয়ে আপ্যায়ন করেছেন সেই ভালবাসার কাছে সব কিছু কেমন তুচ্ছ হয়ে যায়।’ অক্ষয়ের ফ্যানেরাও গোটা ঘটনায় উচ্ছ্বসিত। সুপারস্টার হওয়া সত্ত্বেও মেয়েকে যে ভাবে মাটির কাছাকাছি থাকার শিক্ষা দিচ্ছেন অক্ষয়, সবাইকে সমানভাবে দেখার সহজপাঠ পড়াচ্ছেন… তা নিয়েও প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। স্ত্রী টুইঙ্কল, ছেলে-মেয়েকে নিয়ে মহারাষ্ট্রের শিলিম গ্রামে ছুটি কাটাচ্ছেন অক্ষয়। শিলিমেই ঘটেছে ঘটনাটি। ‘অতিথি দেব ভবঃ’যে এই দেশের দর্শনের মূলমন্ত্রকেই তা যেন আরও একবার প্রমাণ করেছে অক্ষয়ের সঙ্গে ঘটা ওই ঘটনাটি।

Share.