অগ্নিকাণ্ডে মেক্সিকোর অভিবাসী কেন্দ্রে মৃতের সংখ্যা- ৪০

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র সীমান্তে মেক্সিকোর অভিবাসী কেন্দ্রে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা কমপক্ষে ৪০ জনে দাড়িয়েছে। মৃত্যু হয়েছে যা কর্মকর্তারা বলছেন যে নির্বাসনের বিরুদ্ধে প্রতিবাদের সময় শুরু হয়েছিল। নিহতদের মধ্যে অনেকেই মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিলেন। সোমবার স্থানীয় সময় রাত ১০টায় সিউদাদ জুয়ারেজের কারখানায় আগুন লাগে। টেক্সাসের এল পাসো থেকে রিও গ্রান্ডে নদীর ওপারে অবস্থিত এই শহরটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর লোকের আগমন দেখেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেছেন, অভিবাসীরা গদিতে আগুন দিয়েছে। ‘এটি একটি বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত। আমরা মনে করি, যখন তারা জানতে পেরেছিল যে তাদের নির্বাসিত করা হবে তখন বিক্ষোভ শুরু করে।’ ‘তারা ভাবেনি যে এটি এই ভয়ানক ট্র্যাজেডির কারণ হবে,’ যোগ করেন প্রেসিডেন্ট। স্থানীয় গণমাধ্যম বলছে,যে ভবনটিতে আগুন লেগেছিল সেখানকার অভিবাসীদের সোমবার কর্তৃপক্ষ তুলে নিয়ে কেন্দ্রে নিয়ে গেছে। এটি স্ট্যান্টন-লারডো ব্রিজের কাছে অবস্থিত, যা মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সংযুক্ত করে। অগ্নিকাণ্ডে ২৯ জন আহত হয়েছেন। যখন আগুনের ঘটনা ঘটে তখন মধ্য ও দক্ষিণ আমেরিকার প্রায় ৬৮ জন পুরুষ ওই কেন্দ্রের ভিতরে ছিলেন, যা মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) দ্বারা পরিচালিত। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ‘আগুনে আহতদের গ্রহণ ও প্রক্রিয়া করার জন্য প্রস্তুত এবং মেক্সিকো থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে চিকিৎসার জন্য মার্কিন চিকিৎসা সুবিধায দেয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।’ মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে গুয়াতেমালা, হন্ডুরাস, ভেনিজুয়েলা, এল সালভাদর, কলম্বিয়া এবং ইকুয়েডরের লোক রয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিও বুকারো সাংবাদিকদের বলেছেন, আগুনে গুয়াতেমালার ২৮ জন নাগরিক নিহত হয়েছেন।

Share.