অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়া, ঢাকা মেডিকেলে নাসির

0

ঢাকা অফিস: গুলিস্তানের পাতাল মার্কেটের সামনের ১ নং গেট এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোঃ নাসির (৪৫) নামের এক ব্যক্তি সর্বস্ব খোয়া। সোমবার(২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বিকেল সাড়ে চারটার নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনে মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়। পল্টন থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, আমরা খবর পেয়ে গুলিস্তান পাতাল মার্কেটের সামনে থেকে অচেতন অবস্থায় তাকে পরে থাকতে দেখি।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি ডেমরা থেকে বাসে করে গুলিস্তানে আসার পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে তার কাছে থাকা টাকা-পয়সা সব নিয়ে যায় পরে তাকে অচেতন অবস্থায় পাতাল মার্কেটের সামনে ফেলে রেখে যায় আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই বলেও জানান তিনি।

Share.