অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

0

ঢাকা অফিস: অটোরিকশা চালানো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মিরপুর-১০ গোলচত্ত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকেরা। রোববার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভ চলে দুপুর পর্যন্ত, যার ফলে মিরপুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহম্মেদ বলেন, অটোরিকশা বন্ধের প্রতিবাদে রিকশাচালকরা মিরপুর-১০ মোড়ে এসে অবস্থান নেন। তারা অটোরিকশা বন্ধের প্রতিবাদে সড়কের বিভিন্ন পাশে বিক্ষোভ শুরু করলে যানজট সৃষ্টি হওয়ায় তাদের সড়ক থেকে সড়িয়ে দেয়া হয়। এর আগে গত ১৫ মে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এক সভায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Share.