শুক্রবার, ডিসেম্বর ২৭

অডিও ক্লিপের মাধ্যমে জেল থেকেই ভার্চুয়াল সমাবেশে ভাষণ দিলেন ইমরান

0

ডেস্ক রিপোর্ট: কৃত্তিম-বুদ্ধিমত্তা দিয়ে তৈরি অডিও ক্লিপের মাধ্যমে জেল থেকেই ভার্চুয়াল এক সমাবেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। মূলত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশ করা নিষিদ্ধ। এ অবস্থায় ভক্ত-সমর্থকদের মনোবল চাঙা রাখতে তাদের উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই অডিও বার্তাটি দিয়েছেন ইমরান খান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এটি মূলত একটি ভার্চুয়াল সমাবেশের অংশ ছিল। সমাবেশটিতে ভার্চুয়ালি যোগ দেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। দক্ষিণ এশিয়ার কোনো দেশের রাজনীতিতে প্রথম এ ধরনের রাজনৈতিক কর্মসূচি হলো। তবে দেশটির ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ায় অডিও বার্তাটি শুনতে পিটিআইয়ের সমর্থকদের বেশ বেগ পেতে হয়েছে। পিটিআইয়ের ওই ভার্চুয়াল সমাবেশে ইমরান খানের ছবির সঙ্গে অডিও ক্লিপটি বাজানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবেই অডিওটি ১৪ লাখের বেশি মানুষ দেখেছে। এ ছাড়া সরাসরি সম্প্রচারের সময় অন্যান্য সামাজিক মাধ্যমেও হাজার হাজার মানুষ শুনেছে অডিওটি। অডিও বার্তায় ইমরান খানকে বলতে শোনা যায়, ‘আমাদের দলকে জনসমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। দলের লোকদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের পরিবারকে নিপীড়ন করা হচ্ছে। ৮ ফেব্রুয়ারির নির্বাচনে দলে দলে পিটিআইয়ের পক্ষে যোগ দিয়ে আমাদের এসব অত্যাচারের জবাব দিতে হবে।’ ধারণা করা হচ্ছে, পিটিআই যেন ভার্চুয়াল সমাবেশ না করতে পারে, সে জন্যই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, যা আসন্ন নির্বাচন নিয়ে পাকিস্তান সরকারের স্বচ্ছতার ব্যাপারে প্রশ্নের জন্ম দিয়েছে। পাকিস্তানের টেলিকম নিয়ন্ত্রণ সংস্থা বলেছে, ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে ইন্টারনেট সামগ্রিকভাবে স্বাভাবিক বলে মনে হচ্ছে বলেও জানায় তারা। অডিও বার্তায় ইমরানকে যেসব কথা বলতে শোনা যায়, সেগুলো প্রথমে লিখিত আকারে তাঁর কাছে সম্মতির জন্য পেশ করা হয়েছিল। পিটিআইয়ের জনসমাবেশ করার ক্ষেত্রে বাধা থাকার কারণে দলটি এই ভার্চুয়াল সমাবেশ আয়োজন করার সিদ্ধান্ত নেয়।

Share.