স্পোর্টস ডেস্ক: ইউরোর নকআউটের শেষ ম্যাচে সুইডেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউক্রেন। মঙ্গলবার দিনগত রাতে অনুষ্ঠিত খেলায় ২-১ ব্যবধানে জিতেছে আন্দ্রেই শেভচেঙ্কোর শিষ্যরা।হ্যাম্পডেন পার্কে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে চলে খেলা। শুরুতেই সুইডেনের ফর্সবার্গের পাস থেকে লাস্টিগের আক্রমণ প্রতিহত করেন ইউক্রেন গোল রক্ষক। ৭ম মিনিটে ফের ফর্সবার্গের আক্রমণ ঠেকায় ইউক্রেন।১১তম মিনিট ও ১৭তম মিনিটে দুবার ইউক্রেনের আক্রমণ ভেস্তে যায়। অবশেষে ২৭তম মিনিটে জালের দেখা পায় ইউক্রেন। আন্দ্রি ইয়ারমোলেনকোর কাছ থেকে বল পেয়ে জালে জড়ান ওলেকজান্ডার জিনচেঙ্কো।এরপর ম্যাচের ৪৩তম মিনিটেই ম্যাচ সমতায় ফেরান এমিল ফর্সবার্গ। আলেক্সান্ডার ইসাকের অ্যাসিস্টে ঠিকানা খুঁজে নেন তিনি। ১-১ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ।বিরতির পর ৬৯তম মিনিটে হলুদ কার্ড দেখেন সুইডেনের দেজান কুলুসেভস্কি। ১০ মিনিট পর হলুদ কার্ড দেখেন আন্দ্রি ইয়ারমোলেনকো। ৬ মিনিট পর হলুদ কার্ড দেখেন ফর্সবার্গ। ম্যাচের ৯৮ মিনিটে মার্কাস ড্যানিয়েলসন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সুইডেন।নির্ধারিত সময়ে ফলাফর না আসায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে একাধিক সুযোগ ব্যর্থ হয় ইউক্রেনের। অবশেষে ওলেকজান্ডার জিনচেঙ্কোর অ্যাসিস্টে পার্থক্য গড়ে দেন আর্টেম ডোভবিক।
অতিরিক্ত সময়ে সুইডেনের সর্বনাশ, কোয়ার্টারে ইউক্রেন
0
Share.