বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

অতীতে ত্রাণ আত্মসাতের অভ্যাস আছে বলেই তারা এই ধরণের কথা বলে যাচ্ছেন: হানিফ

0

ঢাকা অফিস: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিয়ে কোন কোন নেতার বিরূপ মন্তব্য হীন মানসিকতার বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘যারা এসব কথা বলেন তাদের অতীতে ত্রাণ আত্মসাতের অভ্যাস আছে বলেই তারা এই ধরণের কথা বলে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ বিতরণের ক্ষেত্রে দলমত নির্বিশেষে সকল ধরণের অসহায় মানুষ যাতে ত্রাণ পায় সে বিষয়ে যথেষ্ট মনিটরিং করছেন।’ ‘চেয়ারম্যান-মেম্বাররা ত্রাণ আত্মসাত করছে অথচ সরকার কিছুই করছেন না বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। তিনি রবিবার কুষ্টিয়ায় গড়াই নদীর পাশে জেলা পরিষদের অর্থায়নে নির্মানাধীন ইকোপার্ক পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা তাইজাল আলী খান ও শেখ হাসান মেহেদী।

Share.