অদ্ভুত প্রাণীর সন্ধান!

0

ডেস্ক রিপোর্ট: প্রায় ২৩ ফু্ট লম্বা মৃত অবস্থায় রহস্যময় এক প্রাণীটির সন্ধান পাওয়া গেছে। যার নাম কী কেউ বলতে পারছে না। যুক্তরাজ্যের ওয়েলসে পেমব্রকশায়ারের সাগর উপকূলে এই প্রাণীটিকে পাওয়া যায়।গেলো সপ্তাহের কোনো এক দিন যা পেমব্রকশায়ারের ব্রড হ্যাভেন সাউথ বিচে ভেসে আসে। যার দেহের প্রায় অংশই পচে গেছে। প্রাণীটির দেহ থেকে নমুনা সংগ্রহ করে তা সংশ্লিষ্ট বিজ্ঞানীদের কাছে পাঠানো হয়েছে। বিজ্ঞানীরা এর সঠিক পরিচয় উদঘাটনের চেষ্টা করবে।যুক্তরাজ্যের একটি সংস্থা প্রাণীটির ছবি প্রকাশ করেছে। তারা ফেসবুকে লিখেছে, করোনা মহামারির কারণে প্রাণীটির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। সম্ভবত ২৫ ফেব্রুয়ারি প্রাণীটি ভেসে এসেছে। পরে প্রাণীটির ছবি দেখার পর সংস্থার পক্ষ থেকে সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।স্থানীয় প্রাণী পরীক্ষাগারের ভাষ্য, বাস্কিং শার্ক হতে পারে এটি। কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। সঠিক পরিচয় জানার জন্য পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হবে।

Share.