ঢাকা অফিস:সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত যারা নারীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ছড়াচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ। একই সঙ্গে এ ধরনের বিচার কার্যক্রম কচ্ছপের গতিতে হওয়ায়, আইনের প্রতি মানুষ আস্তা হারাচ্ছে বলে মন্তব্য করে বক্তারা।আজ সোমবার (১৭ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে “নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন ও র্যালির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ক্রিমিনোলজি বিভাগ।এ সময় তারা বলেন- যে কোনো ঘটনায় ভিকটিম ব্লেইমিংয়ের প্রথা বন্ধ করতে হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে দেশে নারীর প্রতি সহিংসতার ধরন ও আইন সম্পর্কে প্রচারণা বাড়ানো আহবান জানান বক্তারা।
অনলাইনে নারীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি
0
Share.