ঢাকা অফিস: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে। জিনিসপত্রের দাম বাড়লেও দেশের অর্থনীতি অনেক ভালো আছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সৌজন্য সভা শেষে এসব কথা বলেন তিনি। মূল্যস্ফীতি নিয়ে অর্থমন্ত্রী হিসেবে কী বলবেন- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘যখন আমরা দায়িত্ব গ্রহণ করি তখন কত ছিল মূল্যস্ফীতি, ১২ দশমিক ৩ ছিল। সেখান থেকে একমাস আমাদের ৯ শতাংশ হয়েছে। এ ছাড়া, ৭ দশমিক ৫ শতাংশ হচ্ছে। এই দুরবস্থার মাঝেও মূল্যস্ফীতি ১২ দশমিক ৩ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশ।’ তিনি বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ চলমাল থাকায় দেশে জিনিসপত্রের দাম বাড়ছে৷ যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। অনিশ্চয়তার ভেতরে কোনো দেশের অর্থনীতি বেশিদিন ভালো চালানো যায় না। তবুও সবাই বলছে, বাংলাদেশের অর্থনীতি এখনও ভালো অবস্থায় আছে।’ আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘যুক্তরাষ্ট্র বিনিয়োগ করতে আগ্রহী। তারা মনে করে, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ একটি ভালো জায়গা।’
অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে: অর্থমন্ত্রী
0
Share.