অনুশীলনে যোগ দিয়েছেন লিটন কুমার দাস, অসুস্থ মায়ের পাশে মাহমুদুল্লাহ রিয়াদ

0

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের জন্য চলমান বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন লিটন কুমার দাস। কানাডায় গ্লোবাল টি২০ এবং পরে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলার জন্য দেশের বাইরে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। অবশেষে মঙ্গলবার যোগ দেন অনুশীলনে। এদিনও অবশ্য রুদ্ধদ্বার অনুশীলন হয়েছে। তাই লিটন তার প্রথম দিনের অনুশীলনে কি করেছেন তা জানা সম্ভব হয়নি। সম্প্রতি ফর্মহীনতায় ভুগছেন তিনি। দুই ফ্র্যাঞ্চাইজি আসরে ভালো করতে পারেননি। আগের রাতে অসুস্থ হয়ে পড়ায় এদিন অনুশীলনে ছিলেন না তরুণ অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী। এ ছাড়া ৮ ক্রিকেটারকে নিয়ে যে বিশেষ ক্যাম্প চলছে সেখানে অনুপস্থিত অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। মঙ্গলবার জানা গেছে ময়মনসিংহে নিজ বাড়িতে অবস্থান করছেন মাহমুদুল্লাহ। অসুস্থ মায়ের পাশে আছেন তিনি। পরিস্থিতি কিছুটা ভালো হলেই অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

Share.