ঢাকা অফিস:ফ্যাসিবাদী শাসন দীর্ঘদিনের একটি ভ্রান্ত ধারণা তৈরি করেছে, যেখানে চাঁদা দেওয়া-নেওয়াকে স্বাভাবিক বলে মনে করা হচ্ছে—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেকে মনে করেন চাঁদা দেওয়া তার দায়িত্ব, আবার যারা চাঁদা নেয় তারা ধরে নেয় এটি তাদের অধিকার। কিন্তু এখন থেকে চাঁদাবাজি বরদাশত করা হবে না।তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের তরুণ সমাজকে আহ্বান জানাচ্ছে, যেখানে চাঁদাবাজি দেখবেন, সেখানে প্রতিবাদ করবেন এবং প্রতিরোধ গড়ে তুলবেন। মাদক ও চাঁদাবাজি তরুণ প্রজন্মকে ধ্বংস করছে, যা কঠোর হাতে দমন করা হবে।মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতায় কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলা থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেন। তিনটি ইভেন্টের মধ্যে ১৬ জনকে চূড়ান্ত করে ৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে ল্যাপটপ তুলে দেন উপদেষ্টা আসিফ মাহমুদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান ও সমন্বয়ক উবায়দুল হক সিদ্দিকী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোস্তাফিজুর রহমান ও গোলাম মোস্তফা।সরকার চাঁদাবাজি, মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে পুনরায় নিশ্চিত করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
অনেকে বিশ্বাস করে যে চাঁদা দেওয়া তাদের দায়িত্ব, আর চাঁদা নেওয়া অন্যদের অধিকার – উপদেষ্টা আসিফ।
0
Share.