বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

অন্ডকোষে স্বস্তিকা আঁকায় অস্ট্রিয়ার সৈন্যের কারাদণ্ড

0

ডেস্ক রিপোর্ট:  অন্ডকোষে স্বস্তিকা চিহ্ন আঁকার ঘটনায় অস্ট্রিয়ার এক সেনাসদস্যের কারাদণ্ড হয়েছে। ওই সৈন্য অন্ডকোষে ট্যাটু আঁকার পর সেই ছবি অনলাইনে পোস্ট করেছিলেন। এরপরই তাকে ১৯ মাসের কারাদণ্ড দেয়া হয়। খবর জেরুজালেম পোস্টের।চলতি মাসের শুরুর দিকে ২৯ বছর বয়সী ওই সৈন্যকে কারাদণ্ড দেন অস্ট্রিয়ার একটি আদালত। এ ঘটনায় সাজা পাওয়া ওই সেনাসদস্যের নাম প্রকাশ করেনি অস্ট্রিয়ার মিডিয়া।হিন্দু ধর্মাবলম্বীদের কাছে স্বস্তিকা পবিত্র একটি চিহ্ন। কিন্তু নাৎসিরা তাদের প্রতীক হিসেবে এই চিহ্ন ব্যবহার করতো। নাৎসিদের পতন হওয়ার পর অস্ট্রিয়ায় এই চিহ্ন নিষিদ্ধ করা হয়।এরই মধ্যে তার সাজা কার্যকর হয়ে গেছে। তিনি তার সহকর্মীদের স্বস্তিকা আঁকা ওই ট্যাটু দেখিয়েছিলেন। সাজা দেয়ার পর ওই সৈন্য জানান, ঘটনার সময় তিনি বেশ মাতাল ছিলেন।স্থানীয় ক্লেইন জেইটুং পত্রিকা জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে ওই ট্যাটু এঁকেছিলেন ওই ব্যক্তি।

Share.