‘অন্তর্জাল’ মুক্তির দিন ঠিক করা হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর

0

বিনোদন ডেস্ক: পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর বাংলাদেশ, কানাডা ও আমেরিকার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটি। কিন্তু শেষ মূহুর্তে এসে পেছানো হলো সেই তারিখ। দুই সপ্তাহ পিছিয়ে ‘অন্তর্জাল’ মুক্তির দিন ঠিক করা হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর। রবিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে সিনেমাটি ট্রেলার প্রকাশ করা হয়। সেখানেই মুক্তির নতুন তারিখ জানান সিনেমা সংশিষ্টরা। কিন্তু কেন পেছানো হলো ‘অন্তর্জাল’-এর মুক্তি? এ বিষয়ে সংশ্লিষ্টরা স্পষ্ট করে কিছু না বললেও ধারণা করা হচ্ছে, আগামী ৭ সেপ্টেম্বর ভারতসহ সারা বিশ্বে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘জওয়ান’। একই দিন বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাবে। কিং খানের সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘পাঠান’-এর মতো ‘জওয়ান’ও বক্স অফিসে সুনামি তুলতে চলেছে বলে মত সিনেবোদ্ধাদের। শোনা যাচ্ছে, শাহরুখ খানের ‘জওয়ান’ ঝড়ের মধ্যে পড়তে চাচ্ছে না ‘অন্তর্জাল’-এর প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সে কারণেই তারা ৭ সেপ্টেম্বরের পরিবর্তে ২২ সেপ্টেম্বর মুক্তির তারিখ ঠিক করেছেন। পরিচালক দীপংকর দীপন বলেন, ‘একাধিক বার মুক্তি পিছিয়ে গেলেও আমার কোনো আফসোস থাকছে না। কারণ শতভাগ সন্তুষ্টি নিয়ে ‘অন্তর্জাল’ দর্শকের কাছে পৌঁছে দিচ্ছি। আমার বিশ্বাস, দর্শকরা দেখলে তারাও হ্যাপি হবেন। এর চেয়ে ভালো করা আমার পক্ষে সম্ভব না। একেবারে নিখুঁতভাবে ফাইনাল করেছি।’ চিত্রনায়িকা মিম বলেন, ‘অন্তর্জাল’-এর মুক্তি নিয়ে দ্বিধা ছিল। আমি নিজেও কনফিউজড ছিলাম কবে মুক্তি পাবে। ফাইনালি ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জেনে মন ভালো হয়ে গেছে।’

Share.