বুধবার, জানুয়ারী ২২

অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করবে যুক্তরাজ্য: সারাহ কুক

0

ঢাকা অফিস: শান্তি শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্তরাজ্য কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতকালে তিনি বলেন, অনেক জীবনের বিনিময়ে এসেছে এই অর্জন। এসময় আন্দোলনের সাথে থাকা ছাত্রদের সাহসিকতার প্রশংসা করেন কুক। জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি বলে অভিমত দিয়েছিল যুক্তরাজ্য। তবে সেসময়ে দেশটি জানায়, নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে যুক্তরাজ্য যুক্ত থাকবে।

Share.