ঢাকা অফিস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কলেবর আরও বাড়লো। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন তিনজনকে উপদেষ্টা হিসেবে শপথ পাঠ করান। নতুন তিন উপদেষ্টা হলেন আকিজ-বশীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশীর উদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকী। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পান সাবেক আইজিপি খোদাবকশ চৌধুরী এবং ডা. সাইদুর রহমান। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর দেশত্যাগ করে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। এর পরদিন রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন।তারপর আপিল বিভাগের মতামত নিয়ে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারে প্রথম দফায় উপদেষ্টা হিসেবে শপথ নেন ১৬ জন। তারা হলেন- অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আ ফ ম খালিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। এরপর দ্বিতীয় দফায় আরও ৪ জন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। তারা হলেন- পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত আলী ইমাম মজুমদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেদিন প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। বর্তমানে উপদেষ্টা পরিষদের ২১ জন উপদেষ্টা রয়েছেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন বশিরউদ্দীন-মাহফুজ ও ফারুকী
0
Share.