বাংলাদেশ থেকে নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলায় দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের বাজার প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর-বাবুরহাটে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ৩০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে বাজারের জিয়া উদ্দিন মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে নরসিংদী, মাধবদী ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট রাত ৩ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। জানা যায়, আগুনে পুড়ে যাওয়া এসব দোকানের মধ্যে বেশিরভাগ লেপ-তোষক ও পর্দার দোকান ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরিভাবে জানা না গেলেও, ব্যবসায়ীদের আশংকা, প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।