বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

অফসাইডের নতুন নিয়ম, প্রতি ম্যাচেই হবে গোল উৎসব

0

স্পোর্টস ডেস্ক: অফসাইডের ফাঁদে পড়ে কত গোলই না নষ্ট হয়! সর্বশেষ কাতার বিশ্বকাপে তো ফিফা আরও কঠিন করে ফেলে এই নিয়ম। অফসাইড ধরতে প্রযুক্তির শরণাপন্ন হয় তারা। যোগ করা হয় সেমি অটোমেডেট অফসাইড প্রযুক্তি। যদিও সেটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। বিশ্বকাপের পর একাধিক নিয়মে যোগ-বিয়োগ হলেও অফসাইডে তেমন রদবদল করেনি ফিফা। এবার বোধহয় সেখানে পরিবর্তন করতে যাচ্ছে তারা। আর এই পরিবর্তন হয়ে গেলে প্রতি ম্যাচেই হবে গোল উৎসব। মূলত সাবেক আর্সেনাল কোচ এবং ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গারের প্রস্তাবেই নড়েচড়ে বসল ফিফা। এতদিন অফসাইডে যে নিয়ম ছিল, সেটা হলো এক দলের খেলোয়াড় যদি বল ছাড়া প্রতিপক্ষ ডিফেন্ডারদের সমান্তরাল লাইন অতিক্রিম করে তাহলে অফসাইড। কিন্তু নতুন নিয়ম হলে ওই ডিফেন্ডারকে পুরোপুরি অতিক্রম করলেই কেবল অফসাইড হবে। শরীরের কোনো অংশ ডিফেন্ডারের সঙ্গে থাকলে আর অফসাইড গণ্য হবে না। যেটা প্রাথমিকভাবে ফিফার ভালো লেগেছে এবং তারা আপাতত সুইডেন, নেদারল্যান্ডস ও ইতালির ফুটবলে ট্রায়াল দিয়ে দেখবে এর সুবিধা-অসুবিধাগুলো। যেমনটা বলেছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, ‘আমরা বিষয়টি বিচার-বিবেচনা করে দেখছি। আমার মনে হয়ে, এটা কার্যকর হলে খারাপ হবে না। ফুটবলের আক্রমণভাগে আরও গতি বাড়বে। আর্সেন এটা নিয়ে দারুণভাবে আমাদের উপস্থাপন করেছে। আসলে কোনো আইন চালু করতে গেলে আগে তার ট্রায়াল প্রয়োজন। আমরা সেটাই করব। আমরা দেখতে চাই, ম্যাচে এর ভালো-মন্দ প্রভাবটা। যদি এটা ইতিবাচক মনে হয়, তাহলে অবশ্যই ফুটবলে যোগ করা হবে। আর যদি নেতিবাচক ফল আসে, তাহলে আর আমরা এগোব না। যেটা ভিএআরের ক্ষেত্রে করেছি। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, যদি ফুটবলকে আরও বেশি গতিময়, আরও ক্ষুরধার করতে চাই, তাহলে এমন কিছু করা যেতেই পারে।’ তবে এই নিয়ম একদিকে আক্রমণভাগের খেলোয়াড়দের জন্য যেমন সুবিধা বয়ে আনবে, আবার ডিফেন্ডারদের চ্যালেঞ্জ বাড়বে। প্রতিপক্ষ স্ট্রাইকার বা ফরোয়ার্ডদের আটকাতে আগের তুলনায় আরও বেশি বেগ পেতে হবে তাদের। সে জন্য হয়তো নতুন কোনো ফন্দি বা কৌশল রপ্ত করতে হতে পারে। এখন পর্যন্ত এই নিয়মের বিরুদ্ধে কেউ শক্তভাবে অবস্থান নেননি। যদিও সব নিয়মেরই পক্ষে-বিপক্ষে যুক্তি থাকে। ফিফা ফুটবলের উন্নয়নে অধ্যাবধি যত নিয়ম প্রণয়ন করেছে, সেগুলো নিয়েও কম কথা হয়নি। আবার বেশি সমালোচনার কারণে সেসব নিয়মে আসে অনেক পরিবর্তনও। তবে এটা ঠিক, ‘আর্সেন অফসাইড নিয়ম’ চালু হলে এমবাপ্পে-হালান্ডদের গোলের হাসি বাড়বে তরতর করে। হয়তো তাঁরা ছাড়িয়ে যাবেন মেসি-রোনালদোকেও।

Share.