শুক্রবার, জানুয়ারী ২৪

অবকাশ যাপন কেন্দ্রে সিসির সঙ্গে মিলিত হলেন সৌদি যুবরাজ

0

ডেস্ক রিপোর্ট: মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুক্রবার মিশরের সিনাই উপদ্বীপের অবকাশ যাপন কেন্দ্র শারম আল-শেখে প্রতিবেশী এ দুই দেশের নেতা মিলিত হন।সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় সিসি বলেন, আমি আজ আমার ভাই যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করে যারপর নাই আনন্দিত।মিশরের প্রেসিডেন্ট জানান, সাক্ষাতে তারা মিশর ও সৌদি আরবের মধ্যকার সম্পর্কের উন্নয়নের বিষয়ে বিভিন্ন আলোচনা করেন।আবদুল ফাত্তাহ আল-সিসি আরো বলেন, বৈঠকে আমাদের লক্ষ্য ছিল আমাদের দুই দেশের মধ্যকার যৌথ সম্পর্কোন্নয়নের নানান দিক নিয়ে আলাপ-আলোচনা করা। এ ছাড়া দুই দেশের সাথে জড়িত বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আমরা আমাদের সামাঞ্জস্যপূর্ণ মতামত বিনিময় করেছি। একইসাথে মিশর ও সৌদি আরবের মধ্যে সর্বস্তরে অবিচ্ছেদ্য সম্পর্কের বিষয়ে আমার স্থায়ী স্বীকৃতির ঘোষণা করেছি।

Share.