অবরোধ ডেকে রাস্তায় নেই নেতাকর্মী,যান চলাচল স্বাভাবিক

0

ঢাকা অফিস: সরকার পদত্যাগের এক দফা দাবিতে চতুর্থ দফায় অবরোধ ডেকেছে বিএনপি-জামায়াত। তবে অবরোধ ডেকে রাস্তায় নেই দলটির তেমন কোন নেতাকর্মী। ঢাকার বিভিন্ন স্থানে দেখা গেছে স্বভাবিক অন্যান্য দিনের মতোই চলছে গাড়ি। কোথাও কোথাও তীব্র যানজট। ব্যক্তিগত গাড়ি, প্রাইভেটকার, সিএনজি, মোটর সাইকেলের চলাচলও ছিল স্বাভাবিক অন্যান্য দিনের মতোই। আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে মিরপুর, আইডিবি, বিজয়স্বরণী, ফার্মগেট, কাওরান বাজার সহ ঢাকার বিভিন্ন স্থানে দেখা গেছে বাসগুলো ঠেসে ঠেসে যাত্রী নিচ্ছে। এছাড়াও অতিরিক্ত গাড়ির কারণে মোড়গুলোতে তীব্র জ্যাম। বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে গতকাল (রোববার) ভোর ৬টা থেকে। গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Share.