ঢাকা অফিস:ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাবেক সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) একটি ফেসবুক পোস্টে এই তথ্য প্রকাশ করেন ডিজিটাল সংবাদমাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদ।পোস্টে তিনি জানান, তার এক বন্ধু কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে অ্যান্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশীষ ব্যানার্জীর চেম্বারের সামনে অপেক্ষারত অবস্থায় ওবায়দুল কাদেরকে দেখতে পান। তার ভাষ্যমতে, “আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরা এক ব্যক্তি রুম থেকে বের হলে তিনি চিনে ফেলেন ওবায়দুল কাদেরকে। এরপর ওই ব্যক্তি দ্রুত মুখে মাস্ক পরে হনহন করে চলে যান।”ওই বন্ধুর উদ্ধৃতি দিয়ে গাজী নাসির আরও লেখেন, “চকচকে ছিলেন স্যার, দেখে সুস্থই মনে হয়েছে।”গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা–কল্পনা চলছিল। কেউ বলেছিলেন তিনি ভারতে পালিয়ে গেছেন, কেউবা বলেছিলেন তিনি অসুস্থ। তবে এতদিন ধরে তার অবস্থান বা শারীরিক অবস্থা নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।এর আগে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, তিনি ক্ষমতা হারানোর পর তিন মাস বাংলাদেশেই ছিলেন, পরে গত ৮ নভেম্বর শিলং হয়ে কলকাতায় পাড়ি জমান।এখনো পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
অবশেষে ওবায়দুল কাদেরের সন্ধান পাওয়া গেল
0
Share.