বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

অবশেষে জয়ের মুখ দেখল শ্রীলঙ্কা

0

স্পোর্টস ডেস্ক:  তিন ফরম্যাটে টানা ৭ হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো শ্রীলঙ্কা। কলম্বোতে সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে ৩ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা।ভারতের দ্বিতীয় সারির দলের কাছে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছিল শ্রীলঙ্কা। তবে তৃতীয় ওয়ানডেতে এসে জয়ের দেখা পেল দাসুন শানাকার দল। আর এই জয়ে নয় বছর পর নিজেদের মাটিতে ভারতকে হারানোর স্বাদ পেল তারা।প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করায় নির্ভার ছিল ভারত। তাই এই ম্যাচে ৫ ক্রিকেটারকে অভিষেক করান কোচ রাহুল দ্রাবিড়। এই ম্যাচে অভিষেক হয় নিতিশ রানা, রাহুল চাহার, চেতন সাকারিয়া, কৃষ্ণাপ্পা গৌতম ও সাঞ্জু স্যামসনের।টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাওয়ানের উইকেট হারালেও, পৃথ্বি শ’য়ের ৪৯ আর সাঞ্জু স্যামসনের ৪৬ আর সূর্যকুমারের ৪০ রানে ভালোই এগোচ্ছিলো ভারত। বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৪৩.১ ওভারে ২২৫ রান অলআউট হয়ে যায় ভারত।লঙ্কানদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার আকিলা ধনঞ্জয় ও প্রবীন জয়াবিক্রম।জবাব দিতে নেমে আভিষ্কা ফার্নান্দোর ৭৬ ও ভানুকা রাজাপাকসের ৬৫ রানে ভর করে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। বৃষ্টি আইনে ৩ উইকেটের বহুল প্রতীক্ষিত জয় পায় লঙ্কানরা। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আভিশকা ফার্নান্দো।

Share.