অবসরের পর সুখবর পেলেন মাহমুদউল্লাহ

0

স্পোর্টস ডেস্ক: সাদা পোশাকে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সবশেষ ম্যাচেই খেলেছেন নিজের ক্যারিয়ার সেরা ইনিংস। অপরাজিত ছিলেন ১৫০ রান করে। তার হাত ধরে বড় জয়ও পেয়েছে বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। তবে টেস্ট থেকে অবসরের পরেই বড় সুখবর পেয়েছেন রিয়াদ। আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়েও এক লাফে ১৯ ধাপ এগিয়েছেন।আইসিসির সবশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে ১৯ ধাপ এগিয়ে বর্তমানে ৪৪ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ। তার রেটিং পয়েন্ট ৫৪০। এছাড়া এগিয়েছেন লিটন দাসও। ৯৫ রানের ইনিংস খেলা লিটন ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৫ নম্বরে।শুধু ব্যাটিংয়ে নয়, বোলিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশি বোলারদের। বল হাতে দারুণ পারফরমেন্স করে র‍্যাংকিংয়ে এগিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ১৪৮ রানে ৯ উইকেট নিয়ে টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়ে এখন ২৪ নম্বরে অবস্থান করছেন তিনি।টেস্ট র‍্যাংকিংয়ে সবার শীর্ষস্থান দখলে রেখেছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ৯০১ পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন তিনি। বোলিংয়ে এক নম্বরে আছেন অজি ক্রিকেটার প্যাট কামিন্স। তার রেটিং ৯০৮ পয়েন্ট। আর অলরাউন্ডার হিসেবে সবার শীর্ষে জেসন হোল্ডার। এই তালিকায় বাংলাদেশের সাকিব আল হাসান আছেন পাঁচ নম্বরে।

Share.