অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি স্বাভাবিক বিষয় নয়: রিজভী

0

ঢাকা অফিস: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি স্বাভাবিক বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি স্বাভাবিক বিষয় নয় বলেও মনে করছেন তিনি। আজ রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলায় জিয়া স্মৃতি পাঠাগার ও জিয়া পরিষদের বইমেলার স্টল উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন ও সংস্কার নিয়ে রিজভী বলেন, সংস্কার হলো চলমান প্রক্রিয়া। এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা- এটা জনগণের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। প্রয়োজনীয় সংস্কারের কথা তো আমরা সবাই বলেছি, কিন্তু সংস্কারের কথা আপনারা বারবার উচ্চারণ করে গণতন্ত্রের পথকে আটকে রাখবেন, এটা মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে এই যে গড়িমসি করা, আমার কাছে মনে হয়- এটাও কোনো স্বাভাবিক বিষয় নয়। জনগণকে অবশ্যই জানাতে হবে নির্বাচন কবে? ‘আজকে আমরা যতটুকুই স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি, যতটুকুই আলো বাতাস পাচ্ছি- এটির পরিধি আরও বিস্তার করতে হবে। সামনে আমাদের যে কাজগুলো বাকি রয়েছে, সেগুলোকে নিশ্চিত করতে হবে। আমরা গণতন্ত্রের পথে হাঁটার পরিবেশ পেয়েছি, কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি। মানুষ তার মালিকানা এখনো ফিরে পায়নি। অর্থাৎ জনগণ যে তার সরকার গঠন করবে, তার যে ক্ষমতা, সেই ক্ষমতা এখনো নিশ্চিত হয়নি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন যেদিন নিশ্চিত হবে, সেই দিন গণতন্ত্রের সবচেয়ে বড় উপাদান নিশ্চিত করা যাবে এবং জনগণ তার মালিকানা ফেরত পেয়ে গণতন্ত্রের পূর্ণ বিকাশের পথে হাঁটতে পারবে’, বলেন বিএনপির সিনিয়র এ নেতা।

Share.