শুক্রবার, ডিসেম্বর ২৭

অবৈধ ভবন ও রেস্তোরাঁয় কোনো ব্যত্যয় পাওয়া গেলেই সিলগালা করে দেয়া হবে: মেয়র তাপস

0

ঢাকা অফিস: অবৈধ ভবন ও রেস্তোরাঁয় কোনো ব্যত্যয় পাওয়া গেলেই সিলগালা করে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার সকালে মতিঝিলের সাউথ পয়েন্ট নগর ব্যায়ামাগার উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। মেয়র জানান, তবে ব্যত্যয় শুধরে কেউ আবেদন করলে পুনরায় অনুমোদন দেয়া হবে। মেয়র বলেন, ঢালাওভাবে কারোর উপর দোষ না দিয়ে যারা যারা আইনের ব্যত্যয় ঘটাচ্ছেন তাদের শাস্তির আওতায় আনতে হবে। বেইলি রোডের আগুনের ঘটনায় প্রথম দায় স্থপতির, দ্বিতীয়ত যারা এমন ভবনের অনুমোদন দিয়েছে তাদের। বেইলি রোডের ঘটনায় দায়সারা তদন্ত প্রতিবেদন না দিয়ে নিরপেক্ষ প্রতিবেদন দেয়ার আহবান জানান মেয়র। এসময় তিনি বলেন, আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

Share.