শুক্রবার, জানুয়ারী ২৪

অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে ইট-পাটকেলের মুখোমুখি মেয়র ও নগর কর্মকর্তাদের

0

ঢাকা অফিস: খালের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে দখলদারদের ইট-পাটকেলের মুখোমুখি হতে হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসিকে। এ সময় উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। রবিবার বেলা পৌনে একটায় রাজধানীর বসিলা রোডের লাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। কাটাসুর খালের অংশ বিশেষ ভরাট করে সেখানে মসজিদসহ বিভিন্ন স্থাপনা তৈরি করেছে স্থানীয় কিছু দখলদার। লাউতলা এলাকার ট্রাকস্ট্যান্ড লাগোয়া একটি অস্থায়ী মসজিদ উচ্ছেদ করতে গেলে দখলদারদের রোষাণলে পড়তে হয় উত্তর সিটি মেয়র ও নগর কর্মকর্তাদের। এ সময় ঘটনাস্থলে ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদও উপস্থিত ছিলেন। উচ্ছেদ শুরু করতেই স্থানীয় একদল লোক তাদেরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। পরে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

Share.