বুধবার, জানুয়ারী ২২

অভিনেতা ঋষি কপূর গুরুতর অসুস্থ

0

বিনোদন ডেস্ক: ক্যানসারকে জয় করে কিছু দিন আগেই বাড়ি ফিরেছিলেন অভিনেতা ঋষি কপূর। কিন্তু গুরুতর অসুস্থতা নিয়ে শনিবার রাত্রে তাঁকে আবার ভর্তি হতে হল নয়া দিল্লির এক হাসপাতালে। ভর্তি হওয়ার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই গার্লফ্রেন্ড আলিয়া ভাটকে নিয়ে নয়া দিল্লী পৌঁছে গিয়েছেন ঋষি-পুত্র রণবীর কাপূর। রয়েছেন ঋষির স্ত্রী নিতু কাপূরও। অভিনেতা আরমান জৈনের মেহেন্দির অনুষ্ঠান ছিল গতকাল। বলিউডের তাবড় তারকারা সেখানে ভিড় করলেও দেখা যায়নি ঋষি-নিতু এবং রণবীর-আলিয়াকে। তখনই জানা যায়, ঋষি কাপূরের অসুস্থতার জন্যই ওই অনুষ্ঠানে আসতে পারেননি তাঁরা। গত বছর ক্যানসার ধরা পড়ে ঋষির। প্রায় এক বছর নিউ ইয়র্কে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন কিছু দিন আগে। কিন্তু আবার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বেগে ঋষি-ভক্তরা।

Share.