অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

0

বিনোদন ডেস্ক: অভিনেতা টম হ্যাঙ্কস এবং তার স্ত্রী অভিনেত্রী রিতা উইলসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে অভিনেতা টম হ্যাঙ্কস নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা দুজন অস্ট্রেলিয়ায় ঘুরে বেড়াচ্ছিলাম। বর্তমানে আমি ও আমার স্ত্রী অভিনেত্রী রিতা উইলসন করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি আরও জানান, তিনি একটু ক্লান্ত অনুভব করছিলেন এবং হালকা ঠাণ্ডা কাশিতে ভুগছিলেন। তাঁর স্ত্রীর জ্বর আসে এবং উভয়েরই শরীরে ব্যথা অনুভব করতে শুরু করেন। পরে পরীক্ষার পর সনাক্ত হয় তারা করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি জানান, জনগনের স্বাস্থ্য সুরক্ষার জন্য যতদিন প্রয়োজন তারা পৃথকভাবে থাকবেন।

Share.