বুধবার, জানুয়ারী ২২

অভিনেতা বিজয়কে হত্যার হুমকি

0

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়কে হত্যা হুমকি দেয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এক যুবক পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানায় বিজয়ের বাড়িতে বোমা রাখা হয়েছে। তাকে হত্যা করা হবে। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই চেন্নাইয়ে বিজয়ের বাড়িতে ছুটে যায় পুলিশ। এ বিষয়ে বিজয়ের বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং নিরাপত্তা জোরদার করেন। ইতিমধ্যে সাইবার ক্রাইম বিভাগে একটি মামলা দায়ের হয়েছে। এদিকে সম্প্রতি বিজয়ের ‘বিগিল’ সিনেমাটি মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও ভালো সাড়া ফেলেছ। মাত্র তিন দিনে একশ কোটি রুপির ক্লাবে নাম লিখিয়েছে সিনেমাটি। বিজয় এখন বিগিল সিনেমার সাফল্য উদযাপনে ব্যস্ত।

Share.