অভিনেত্রী আশার মৃত্যুর ঘটনায় মোটরসাইকেলের চালক কারাগারে

0

বিনোদন ডেস্ক: রাজধানীতে ট্রাকের ধাক্কায় অভিনেত্রী আশা চৌধুরী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় মোটরসাইকেলের চালক শামীম আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া গতকাল বুধবার এই আদেশ দিলে শামীম আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রাজধানীর টেকনিক্যাল মোড়ে গত ৪ জানুয়ারি রাত দেড়টার দিকে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন তরুণ অভিনেত্রী আশা চৌধুরী। এতে তাঁর মাথা থেঁতলে যায়। এরপর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দারুস সালাম থানায় মামলা করা হয়। মামলায় আশাকে বহনকারী মোটরসাইকেল চালক শামীম আহমেদসহ অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে শামীমকে। গত মঙ্গলবার রাতে কালশী কবরস্থানে আশা চৌধুরীকে দাফন করে মামলাটি করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) সোহান আহম্মেদ গতকাল রাতে  বলেন, ‘টানা চার ঘণ্টা ধরে সিসি ক্যামেরার ফুটেজ দেখলাম। ফুটেজে দেখা গেছে, একটি ট্রাক পেছন থেকে শামীমের মোটরসাইকেলকে মেরে দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে আশা ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় প্রধান আসামি শামীমকে আমরা গ্রেপ্তার করেছি। তারপর তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলায় ট্রাক চালককে দ্বিতীয় আসামি করা হয়েছে। এখনো ট্রাকের খোঁজ মেলেনি। আমরা চেষ্টা করছি।’ সোহান আহম্মেদ বলেন, ‘আদালতে পাঠানোর আগে শামীম আমাদের বলেছেন, তিনি নির্দোষ। তারা দুজন রাতে একসঙ্গে বিভিন্ন স্থানে ঘুরেছেন। তারপর বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটেছে।’

Share.