বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

অভিনেত্রী ত্রিধা চৌধুরীর ছবি ভাইরাল

0

বিনোদন ডেস্ক: নাম তার ত্রিধা চৌধুরী। একসময় করেছেন মডেলিং। তারপর আসেন বিজ্ঞাপনে, সবশেষে নামেন সিনেমাতে। টলিউডে আজ তার নামটা বেশি পরিচিত। তবে এরইমধ্যে হঠাৎ করে সিনেমার পর্দা থেকে হারিয়ে যান ত্রিধা। জানা গেল ত্রিধা এখন জমিয়ে কাজ করছেন বলিউডে। একের পর এক বিজ্ঞাপন, ওয়েব সিরিজে দেখা যাচ্ছে তাকে। ত্রিধা অবশ্য সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ। একের পর এক ভিডিও আপলোড করতে দারুণ ওস্তাদ তিনি। আর হবেই বা না কেন? ত্রিধা একটি ভিডিও আপলোড করতেই লাইকের সংখ্যা বেড়ে তিনগুণ। ত্রিধা নতুন যে ভিডিওটি আপলোড করেছেন, সেটি দেখেই বোঝা যাচ্ছে আপাতত ছুটি কাটাচ্ছেন তিনি। আর সে ছুটিও যে ভালোই কাটছে, সে বিষয়েও কোনো সন্দেহ নেই। ভিডিওতে দেখা যাচ্ছে সুইমিং পুলে বিকিনি পরে গোসল করছেন ত্রিধা। পিছনে পাহাড়ের ব্যাক-গ্রাউন্ড। তিনি যে ছুটি দারুণ উপভোগ করছেন তা বোঝাই যাচ্ছে নতুন এই ভিডিও থেকে।

Share.