বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী ইশরাত নিশাত আর নেই

0

ঢাকা অফিস: বাংলাদেশের থিয়েটার অঙ্গনের ‘বিদ্রোহী কণ্ঠ’ হিসেবে পরিচিত ইশরাত নিশাত আর নেই। রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাতে গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসাম তার মৃত্যুর খবর নিশ্চিৎ করেছেন। ইশরাত নিশাত প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের কন্যা। তিনি ‘দেশ নাটক’ নাট্যদলের সাথে যুক্ত ছিলেন। মঞ্চে একাধারে অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী হিসেবে খ্যাতি কুড়িয়েছেন। তাঁর নির্দেশনায় ‘দেশ নাটক’ প্রযোজনা ‘অরক্ষিতা’ প্রশংসিত হয়। অসংখ্য নাটক ও আবৃত্তি প্রযোজনার মঞ্চ ও আলোক নির্দেশকের কাজ করে সংস্কৃতি অঙ্গনে তিনি নিজেকে করে তুলেছেন অনন্য। পাশাপাশি প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তাঁর কণ্ঠ ছিল সব সময় সোচ্চার। মঞ্চের প্রিয় মুখ বিশিষ্ট অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী ইশরাত নিশাত এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, বাংলাদেশের থিয়েটার অঙ্গনে ‘বিদ্রোহী কণ্ঠ’ হিসাবে পরিচিত ছিলেন ইশরাত নিশাত। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তাঁর কণ্ঠ ছিল সবসময় সোচ্চার। অসংখ্য নাটক, আবৃত্তি প্রযোজনার মঞ্চ ও আলোক নির্দেশকের কাজ করে সংস্কৃতি অঙ্গনে তিনি নিজেকে করে তুলেছেন অনন্য। অনন্য এই শিল্পীর আকস্মিক চলে যাওয়াতে তার সহকর্মী এবং স্বজনরা একই সঙ্গে শোকাহত এবং হতবাক।এদিখে  বিশিষ্ট অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী ইশরাত নিশাত এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি সংগঠন লোকালয়। সামাজিক মাধ্যমে তারা প্রকাশ করছেন এই শিল্পীর প্রতি ভালোবাসা নানা ভাবে।

Share.