রবিবার, জানুয়ারী ২৬

অভিভাবকদের অবস্থানে ঢামেকের সামনে পুলিশি বাধা

0

ঢাকা অফিস: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও হতাহতের ঘটনার প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজের সামনে অভিভাবক সমাজ অবস্থান নিতে চাইলে পুলিশি বাধায় দাঁড়াতে পারেনি তারা। সাংবাদিকরা অভিভাবকদের সঙ্গে কথা বলতে গেলেও পুলিশ এসময় বাধা দিতে থাকে। আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে মেডিকেল কলেজের সামনের সড়কে জড়ো হতে থাকেন অভিভাবকরা। এসময় তারা জানান, পুলিশ তাদের কর্মসূচি পালন করতে দিচ্ছে না। অভিভাবকরা অভিযোগ করে বলেন, তাদের সন্তানরা হামলার শিকার হচ্ছেন। শান্তিপূর্ণ আন্দোলনে কেন এতো গুলি। তবে পুলিশ জানায়, অনুমতি না থাকায় তাদের সড়ক অবস্থান করতে দেয়া হচ্ছে না। এ বিষয়ে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, আমরা রাস্তায় দাঁড়াতে চেয়েছিলাম কিন্তু পুলিশ আমাদেরকে দাঁড়াতেই দেয়নি। আমরা আমাদের সন্তান হত্যার বিচার চাই। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। যাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তা মামলা প্রত্যাহার করতে হবে। যাদেরকে আটক করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

Share.